শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক খুলনা
দশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দরকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১১৬ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।