সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
বাংলার ৩০ লাখের বেশি শহিদ আর লাখো মায়ের সম্ভ্রমের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস, বিজয়ের আনন্দ। আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার শোষিত মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ, নিজের ভূখণ্ড। অবসান ঘটেছিল ২৪ বছরের পাকিস্তানি জান্তাদের দুঃশাসন।
শোষণের জাঁতাকলে নিষ্পেষিত বাঙালি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নিয়েছিল প্রথমবার। আজ মহান বিজয় দিবস। বাংলার মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও আবেগঘন দিন।
আজ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে লোহাগাড়া উপজেলা চত্বরে শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ করেন, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার, সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী (শাহীন ) বলেন
একাত্তরের এই দিনটিতে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয় ‘জয় বাংলা’ স্লোগান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে ধাপে ধাপে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তৈরি করেছিলেন। তার নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার আপামর জনসাধারণ। ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল-সবুজ পতাকা। ১৯৭১ সালের বিজয়ের দিনটির মতো আজও বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হবে ‘জয় বাংলা’। সর্বত্র উড়বে বিজয়ের নিশান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি তুষার কান্তি বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী (শাহীন), সংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রসার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হিরো, অর্থ সম্পাদক হাজী সেলিম, দপ্তর সম্পাদক, মক্কা সেলিম, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক
সুমতরঞ্জন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক এনামুল হক এনাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।