শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
যশোর অফিস :
যশোর-৪ (বাঘারপাড়া – অভয়নগর) ও বসুন্দীয়া নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থীও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা অ্যাড. জহুরুল হক জহির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ও ধলগ্রাম ইউনিয়ন এবং অভয়নগর উপজেলা সদরে পৃথক ভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জহির বলেন, আপনারা হতাশ হবেন না। একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে উন্নয়নের সূচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ।
তার আদর্শ নিয়েই বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। আবারও দেশের মানুষের ভালবাসা নিয়ে আমরা এদেশে সরকার গঠন করবো। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়নের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।