রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
লোহাগাড়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি আরোহী ব্যবসায়ীর মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় এই ঘটনায় আহত সিএনজি অটোরিকশা চালকেরও মৃত্যু হয়েছে। নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম মোহাম্মদ কামাল হোসেন (৪০)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধলিবিলা এলাকার পিতা মৃত দানু মিয়ার পুত্র। তিনি বিবাহিত এবং ২ ছেলে ও এক মেয়ের জনক।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাগিনা মোহাম্মদ তাসফির দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে জানান, গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার সময় তার মৃত্যু হয়।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় চট্টগ্রাম অভিমুখী ট্রাকের সাথে লোহাগাড়া অভিমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশা চালক সহ ৬ জন আহত হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার মা-মনি হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আহত সিএনজি অটোরিকশা চালক কামালের মৃত্যু হয়েছে।