রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি রিয়াল বিক্রির কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর লোহাগাড়া থানা পুলিশ চার প্রতারককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আসামিদের আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি থেকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হল, যথাক্রমে ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত তেহার উদ্দিনের ছেলে মো. সরওয়ার ফকির (৫৪), ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাউসার বেগের ছেলে মো. সোহেল বেগ (৩০), ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমির শেখের ছেলে কামাল শেখ (৩৪) ও ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. খানের ছেলে শওকত খান (৬০)। বাদী সৈয়দ তৌহিদুর রহমান জানান, তার পিতা একজন এলাকার দলিল লেখক এবং তিনি একজন বয়বৃদ্ধ লোক।
আসামি মো. সরওয়ার ফকির আমার বাবার সাথে দেখা করেন কিছু জায়গা ক্রয়ের কথা বলে। কথায় কথায় আমার বাবা আসামি কে জানান, উনি কিছুদিনের মধ্যে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব যাবেন। তখন আসামি জানায়, তার কাছে ৫ লক্ষ টাকার সৌদি রিয়েল আছে যা সে বিক্রি করবে তখন আমার বাবা আমার সাথে আসামি কে কথা বলতে বলেন কারন তিনি সৌদি রিয়েল চিনেন না।
আসামি আমার সাথে মোবাইলে কথা বলে টাকা নিয়ে লোহাগাড়ার বটতলি স্টেশনের পুরাতন মা ও শিশু হাসপাতালের সামনে আসতে বলেন। আমি একটি লাল শপিং ব্যাগে ৫ লক্ষ টাকা নিয়ে (৩০ ডিসেম্বর) বিকেলে মা ও শিশু হাসপাতালের সামনে দাড়ালে আসামি মো. সরওয়ার ফকির ও সোহেল বেগ আমার সাথে দেখা করে।
আসামিরা আমার পাশাপাশি এসে কৌশল বিনিময় করলে তাদের কোন হেলুসিনেটিক ড্রাগের প্রভাবে আমি তাদের কথা মত চলতে থাকি।তারা আমার হাত থেকে টাকার ব্যাগ টা নিয়ে আমাকে জানায়, আপনি একটু অপেক্ষা করেন আমরা সৌদি রিয়েল টা নিয়ে আসি এরপর তারা লাপাত্তা হয়ে যায়।
তাদের ব্যবহৃত মোবাইলে নাম্বারে বারবার কল করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পায় তখন বুঝতে পারি প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়েছে। পরবর্তী তে লোহাগাড়া থানা পুলিশের কাছে অভিযোগ জানালে, পুলিশসহ হাসাপাতালের সি সি ক্যামরা চেক করে ঐদিনের প্রতারক চক্রের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়।
ভিডিও দেখে এলাকাবাসী জানতে পারে প্রতারক চক্রের সদস্যরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি তে একটি বাসায় ভাড়া থাকে। তখন গ্রামবাসী এবং পুলিশের যৌথ অভিযানে ৪ জন আসামি কে গ্রেপ্তার করা হয় এবং চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জব্দ করা হয়।
সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ভিডিও ফুটেজ এবং গ্রামবাসির সহায়তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ জন কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।