রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম ৮ আসনে হ্যাঁ/না ভোট নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর দেবীপুর-নীচপাড়া গ্রামে প্রভাব খাটিয়ে আঙ্গিনায় চুলা ভেঙ্গে বাড়ি দখল করলেন ইউপি মেম্বার নওগাঁর মহাদেবপুর-১০ নং ভীমপুর ইউনিয়নের শিকারপুরে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজস্ব প্রবৃদ্ধিতে নজির গড়ল চট্টগ্রাম বন্দর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল, সপ্তম দিনে ৪৩টির শুনানি ইসলামী আন্দোলনের অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াতের অবস্থান স্পষ্ট নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় নেত্রকোনার কেন্দুয়ায় জমি দখলকে ঘিরে রক্তপাত: আহত ১২ ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সৌদি রিয়ালের কথা বলে টাকা নিয়ে লাপাত্তা, পুলিশের জালে আটক ৪

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি রিয়াল বিক্রির কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর লোহাগাড়া থানা পুলিশ চার প্রতারককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আসামিদের আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি থেকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হল, যথাক্রমে ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত তেহার উদ্দিনের ছেলে মো. সরওয়ার ফকির (৫৪), ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাউসার বেগের ছেলে মো. সোহেল বেগ (৩০), ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমির শেখের ছেলে কামাল শেখ (৩৪) ও ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. খানের ছেলে শওকত খান (৬০)। বাদী সৈয়দ তৌহিদুর রহমান জানান, তার পিতা একজন এলাকার দলিল লেখক এবং তিনি একজন বয়বৃদ্ধ লোক।

আসামি মো. সরওয়ার ফকির আমার বাবার সাথে দেখা করেন কিছু জায়গা ক্রয়ের কথা বলে। কথায় কথায় আমার বাবা আসামি কে জানান, উনি কিছুদিনের মধ্যে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব যাবেন। তখন আসামি জানায়, তার কাছে ৫ লক্ষ টাকার সৌদি রিয়েল আছে যা সে বিক্রি করবে তখন আমার বাবা আমার সাথে আসামি কে কথা বলতে বলেন কারন তিনি সৌদি রিয়েল চিনেন না।

আসামি আমার সাথে মোবাইলে কথা বলে টাকা নিয়ে লোহাগাড়ার বটতলি স্টেশনের পুরাতন মা ও শিশু হাসপাতালের সামনে আসতে বলেন। আমি একটি লাল শপিং ব্যাগে ৫ লক্ষ টাকা নিয়ে (৩০ ডিসেম্বর) বিকেলে মা ও শিশু হাসপাতালের সামনে দাড়ালে আসামি মো. সরওয়ার ফকির ও সোহেল বেগ আমার সাথে দেখা করে।

আসামিরা আমার পাশাপাশি এসে কৌশল বিনিময় করলে তাদের কোন হেলুসিনেটিক ড্রাগের প্রভাবে আমি তাদের কথা মত চলতে থাকি।তারা আমার হাত থেকে টাকার ব্যাগ টা নিয়ে আমাকে জানায়, আপনি একটু অপেক্ষা করেন আমরা সৌদি রিয়েল টা নিয়ে আসি এরপর তারা লাপাত্তা হয়ে যায়।

তাদের ব্যবহৃত মোবাইলে নাম্বারে বারবার কল করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পায় তখন বুঝতে পারি প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়েছে। পরবর্তী তে লোহাগাড়া থানা পুলিশের কাছে অভিযোগ জানালে, পুলিশসহ হাসাপাতালের সি সি ক্যামরা চেক করে ঐদিনের প্রতারক চক্রের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়।

ভিডিও দেখে এলাকাবাসী জানতে পারে প্রতারক চক্রের সদস্যরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি তে একটি বাসায় ভাড়া থাকে। তখন গ্রামবাসী এবং পুলিশের যৌথ অভিযানে ৪ জন আসামি কে গ্রেপ্তার করা হয় এবং চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জব্দ করা হয়।

সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ভিডিও ফুটেজ এবং গ্রামবাসির সহায়তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ জন কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com