বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খান, লোহাগাড়া চট্টগ্রাম:
দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে। প্রায় প্রতিটি আসনে নৌকার প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন উৎসব মুখর করতে দলের ভেতর থেকে প্রার্থী হওয়ার সুযোগ রেখেছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, এতে করে ভোটের মাঠে জনপ্রিয়তা যাচাই হবে।
আওয়ামী লীগের তিন হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশীর বিপরীতে নৌকার টিকেট পেয়েছেন ২৯৮ জন। দলটির মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনেকেই এবার স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা হয়েছেন, চট্টগ্রাম (১৫) সাতকানিয়া লোহাগাডা আসনে (৯জন) সংসদ সদস্য পদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা থেকে মনোনীত সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী,স্বতন্ত্র পদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি, দক্ষিণ জেলা আম্লীগের সদস্য, কেন্দ্রীয় কমিটির সাবেক সংগঠনিক সম্পাদ ডা:আ ন ম মিনহাজুর রহমান, বাংলাদেশ কল্যাণ প্রার্থী (হাত ঘড়ি) পদে অধ্যাপক মাওলানা সোলাইমান কাসেমী,জাতীয় পার্টি (জাপা) থেকে মোহাম্মদ ছালেম,ন্যাশনাল পিপলস পার্টি থেকে ফজলুল হক, বাংলাদেশ ইসলামী ফন্ট থেকে আলী হোসেন, ইসলামী ঐক্য জোট থেকে মাওলানা হারুন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে মোহাম্মদ জসিম উদ্দিন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ সহজে জয়ে পেয়ে যাক, এবার সেটি চান না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাই নৌকার টিকেট পাওয়াকে যারা এমপি হয়ে যাওয়া বলে ভাবছেন, তাদের জন্য এবার ভোটের মাঠ হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। যদিও প্রার্থীতা প্রত্যাহারের দিনক্ষণ শেষ হবার আগ পর্যন্ত ঘটতে পারে অনেক কিছুই। বাকি আছে জোটের হিসেবও।