বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরে চালু হলো বেস্ট এক্সোটিক বুক স্টোর অ্যান্ড টি হাউস।গতকাল (১৪ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বুক স্টোরটির উদ্বোধন করেন।
উত্তরা সেক্টর তিনের ফ্রেন্ডস ক্লাব মাঠের উল্টো দিকে ৭ নম্বর রোডের ৩৭ নম্বর ভবনের তিন তলায় বেস্ট এক্সোটিক বুক স্টোর অবস্থিত। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা নাজমুন নাহার দিপ্তী, যিনি একটি নামকরা ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।
উল্লেখ্য, যারা ঘরোয়া পরিবেশে বই পড়তে চান, সাথে স্ন্যাকস-চা-কফি; তাদের জন্য চমৎকার একটি জায়গা এই বুক স্টোরটি। পড়তে পড়তে যদি বই পছন্দ হয়ে যায়- তাহলে সেটি কিনতেও পারবেন। নিরিবিলি আড্ডা দেওয়ার জন্যও এটি একটি আদর্শ জায়গা।