শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সিএমপির ইপিজেড থানার অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদকব্যবসায়ী গ্রেফতার বালিয়াডাঙ্গীতে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোসাইরহাটে পাটের গুদামে আগুন ক্ষয়ক্ষতি ব্যাপক নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত কর্মস্থলে আসার পথে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কিন্ডারগার্টেন শিক্ষক নিহত নওগাঁয় বাজপাখির আক্রমণে শিমুল নামে এক শিক্ষার্থী আহত নওগাঁয় আবারও চালের দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ, প্রশাসন নিরব ভূমিকা পালন হাট নওগাঁ নিবাসী ও পৌর চাউল ব্যাবসায়ী সমিতির উপদেষ্টা আনিসুর রহমান আর নেই সংবাদ সম্মেলন প্রত্যাহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭২ ঘন্টার আল্টিমেটাম  নওগাঁ সাতভাই চাম্পা ও পঞ্চ হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের

যশোরে চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারপিট ও টাকা নেয়ার ঘটনায় চারজনকে আটক

যশোরে চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারপিট ও টাকা নেয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী তুহিন সরদার বাদী হয়ে আটক চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামি দিয়ে কেতাতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের বিহারীপাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম মনি, এনায়েত হোসেনের ছেলে মামুন আহম্মেদ সুমন, রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম, কৃষ্ণনগর গ্রামের মৃত সানার উদ্দিনের ছেলে আজিজুর রহমান এই মামলার পলাতক আসামিরা হলো।

পুরন্দপুর গ্রামের বিহারীপাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে জাহিদ হাসান রনি ও বামনালি গ্রামের চাপাতলার আব্দুল হকের ছেলে রাসেল পাটোয়ারি।
বাদী তুহিন সরদার মামলায় বলেছেন, তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তিনি ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ায় বসবাস করেন।

কিন্তু ঝিকরগাঝার পুরন্দপুর বিহারীপাড়ায় তার তিন শতক জমি ছিল। ওই জমি আসামি রাসেল পাটোয়ারির কাছে ১০ লাখ টাকায় বিক্রি করে দেন। রেজিস্ট্রি করে দেয়ার পরে বাদীর বড় ভাই হাবিব সরদারের ওই জমির পাশে আরো জমি আছে।

কিন্তু আসামি রাসেল পাটোয়ারি বাদীর ভাই হাবিব সরদারের ক্রয় করার জন্য বিভিন্ন সময়ে দেনদরবার এমন কি হুমকি দিতে থাকে। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সকল আসামি বাদী চাঁচড়ার বাসায় আসে। এসময় তারা বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বাদীকে মারপিট করে বাসায় থাকা ৫০ হাজার টাকা ও সাদা চারটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নিয়ে চলে যায়। পাশাপাশি বাকি সাড়ে ৪ লাখ টাকা টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে যায়।

গত  (৭ ফেব্রুয়ারি) সকালে মোবাইল করে বলে আমি লোক পাঠিয়েছি তাদের কাছে টাকা দিতে হবে। না দেয়ায় তাকে খুন করার হুমকি দেয়। ৮ ফেব্রুয়ারি বিষয়টি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবহিত করানো হয়। ওইদিনই বাকি টাকা নেয়ার জন্য যশোর শহরের মুসলিম একাডেমির সামনে আসতে বলা হয়।

এসময় মনিরুল ইসলাম মনি, মামুন আহম্মেদ সুমন, শরিফুল ইসলাম, আজিজুর রহমান পা-ু সেখানে আসে। কিন্তু আগে থেকেই সেখানে সাদা পোষাকে ডিবি পুলিশ অবস্থান করছিল। দুপুর ১২টার দিকে তারা সেখানে (ঢাকা-মেট্রা-খ-১২-৯০৫৫) একটি প্রাইভেটকার নিয়ে আসে।

আসার পরে আসামি মনিরুল ইসলামের কাছে চাঁদা স্বরূপ ৩০ হাজার টাকা দেন তুহিন সরদার। কিন্তু আরো ৪ লাখ ২০ হাজার টাকার জন্য আসামি শরিফুল তাকে মারপিট করে।

এসময় পাশে থাকা সাদা পোষাকের ডিবি পুলিশ তাদের আটক করে। আর তাদের সাথে থাকা অন্য আসামিরা পালিয়ে চলে যায়। এই ঘটনায় মামলা করা হলে গত (৯ ফেব্রুয়ারি) বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com