বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা।
আজ (১৭ মার্চ) শুক্রবার সকালে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী ও সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গব্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক মো: মামুন আহমেদ, সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মো:কাওছার ইকবাল, প্রেসক্লাব কার্যকরী পরিষদের সদস্য মো: শাকির আহমেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, প্রেসক্লাব সদস্য কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মো: সাইফুল ইসলাম, শামসুল ইসলাম শামীম প্রমুখ।