শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার ভিতর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। গত ৮ মার্চ বিকেলে জেলার সদর উপজেলার মোস্তফাপুর এলাকার এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে হান্নান মিয়া (৫৫) নামের এক ব্যক্তি।
এ ঘটনায় মেয়েটির বাবা সদর মডেল থানায় হান্নান মিয়ার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ধর্ষণের অভিযোগে পাষন্ড হান্নান মিয়াকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গতকাল (১০ মার্চ) শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর এর নেতৃত্বে পুলিশের একটি টিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি হান্নান মিয়াকে গ্রেপ্তার করেন।
মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পরদিন ৯ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
শিশু ধর্ষণে অভিযুক্ত হান্নানকে গ্রেপ্তার করতে মডেল থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। এক পর্যায়ে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।