বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৭জন জুয়াড়ী, পরোয়ানাভুক্ত দুইজন ও হত্যা মামলার এক আসমি আটক হয়েছে।গতকাল (৮ ফেব্রুয়ারি) বুধবার জেলার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো: সওকত মাসুদ ভূইয়ার নেতৃত্বে এসআই(নিঃ) মো: সুলেমান আহমদ, এসআই (নিঃ) মোহাম্মদ আজিজুল গাফফার অভিযান চালিয়ে রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জনৈক রসেন্দ্র দাস এর বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ৭জনকে আটক করেন। আটকৃতরা হলেন, আজমল আলী, বদরুল মিয়া, মঞ্জু নমঃ সূত্র, দুরুদ মিয়া, প্রদীপ দাস, আব্দুল আউয়াল, আব্দুল হান্নান।
এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৮৮ টি তাস ও নগদ ১৭৩০/-টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। রাজনগর থানার আরেক আরেক অভিযানে এসআই সুলতানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম জিআর-২৮/২২ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাক (আবুল হোসেন) ও আনোয়ার হোসেন শাহিন নামের দুজনকে আটক করেন। এছাড়াও রাজনগর থানার মামলা নং-১, তাং-০১/০৯/২২ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ২নং পলাতাক আসামী মো: কুদ্দুছ মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) সিলেট কর্তৃক গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।