বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।গতকাল (২৯ জানুয়ারি) রবিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের রানার স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখি সম্প্রসারনকৃত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্টানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ফিনলে চা কোম্পানীর জেনারেল ম্যানেজার মাইনুল হাসান, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জী।
এছাড়াও উদ্বোথনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফুল মিয়া, রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, অভিভাবক সদস্য সুমন তাঁতীসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শিক্ষক- শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীত উপহার হিসেবে ১০০ জন হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।