মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের পূবালী ব্যাংক আদমপুর বাজার শাখা ব্যবস্থাপক সুমিত সেনের বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ (৫ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তাদের উদ্যোগে বিদায়ী ব্যবস্থাপক সুমিত সেনের সভাপতিত্বে ও ব্যাংক প্রতিনিধি রিপন কুমার শীলের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, আব্দুল আহাদ ফারুক, মইনুল ইসলাম,আলতাফুর রহমান, সাংবাদিক আকাশ আহমেদ, সৌরভ সিংহ প্রমুখ।