বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর পক্ষ থেকে শরীরিক হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।গতকাল (৩ জানুয়ারি) বুধবার দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উপজেলার বিভিন্ন এলাকার ২০জন শারীরীক প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রুজেল তরফদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমন এর সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি)সুমাইয়া আক্তার।বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.ছিদ্দেক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী, পৃষ্ঠপোষক আব্দুল করিম প্রমূখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।