বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে অসহায় ও গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে ব্যাংকের সৌজন্য এ কম্বল বিতরন করা হয়।
গতকাল (৪ জানুয়ারি) বুধবার বিকেল ৪ টায় এমপি বজলুল হক হারুনের কানুদাসকাঠি গ্রামের বাড়িতে রাজাপুর ও কাঁঠালিয়া দুই উপজেলার দশ হাজার গরীব ও অসহায় নারী পুরুষের মাঝে কম্বল তুলেদেন এমপি বজলুল হক হারুনের জেষ্ঠ ও কনিষ্ঠ দুই পুত্র আল নাহিয়ান হারুন ও মাহির হারুন।
কম্বল বিতরন অনুষ্ঠানে রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজাজামান বধু, জেলা পরিষদ সদস্য ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক কামাল সহ দুই উপজেলার আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।