মধ্যনগরে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির উদ্দ্যোগে হাওরে ফসল রক্ষা বাঁধ দ্রুত মেরামত ও নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর সদরের বি পি হাই স্কুল এন্ড কলেজের সামনের সড়কে “হাওর বাঁচাও আন্দোলন” মধ্যনগর উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধনে দাবী উঠে হাওরে অপ্রয়োজনীয় প্রকল্প বরাদ্দ না দেয়া, প্রকৃত কৃষকদের পিআইসির আওতায় সম্পৃক্ত করা, সঠিক সময়ে বাঁধ নির্মাণ কাজের শুরু ও ২৮ ফেব্রুয়ারীর ভিতরেই বাঁধের সকল কাজ সম্পন্ন করা।
মানববন্ধন শেষে “হাওর বাঁচাও আন্দোলন” মধ্যনগর উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় বিগত কমিটির বিলুপ্ত ঘোষনা করেন মানববন্ধন ও ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক। হাওর বাঁচাও আন্দোলন মধ্যনগর উপজেলা শাখার নতুন কমিটির গঠন কল্পে বীরমুক্তি যোদ্ধা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন সমাবেশের উপস্থিত কৃষক সহ সকল শ্রেণীর জনমানুষের সম্মুখে উন্মুক্ত আলোচনায় সমর্থন অনুযায়ী নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম, সহ-সভাপতি গোপেশ সরকার, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন আহম্মেদ সালমান ও সাংগঠনিক সম্পাদক রাধিকা রনজন তালুকদারের নাম ঘোষনা করেন জেলা কমিটির নেতৃবৃন্দ।
এসময় নবাগত কমিটির নেতৃবৃন্দকে ৭ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্টি পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া। এসময় মানববন্ধন ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে হাওর বাচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব বখত বাহলুল, বিশেষ অতিথি সহ-সভাপতি মোঃ আলী হায়দার ও সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক মিলন।এতে বক্তব্য দেন আলহাজ্ব জহিরুল হক, গোপেশ সরকার, আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কুতুবউদ্দিন তাং, আলাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, হাওর বাঁচাও আন্দোলন ধর্মপাশা শাখার সদস্য সচিব চয়ন কান্তি দাস, মৎসজীবি লীগের আহ্বায়ক রুহুল আমীন খান, আব্দুল আওয়াল, সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার প্রমুখ।