বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন
যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ।গতকাল (২৬ নভেম্বর) শনিবার রাত ১০টায় মণিরামপুর থানাধীন জলকর রোহিতা পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।
আটককৃত মোঃ সজিব শেখ(২৫) খুলনা-সোনাডাঙ্গা থানার গল্লামারী আলকাতরামিল আন্দিরপুকুর, এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পলাতক আসামী খুলনা সোনাডাঙ্গা থানার গল্লামারী ব্যাংক কলোনীর মোঃ আজিম হোসেন(২৬)। এ ঘটনায় মণিরামপুর থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।
মামলা সুত্রে জানাগেছে,গতকাল (২৬ নভেম্বর) শনিবার রাতে মণিরামপুর থানাধীন জলকর রোহিতা পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেল থামাইলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা আরোহী মোঃ সজিব শেখ(২৫)।
পুলিশ দেখে মোটরসাইকেল থেকে নেমে হাতে থাকা স্কুলব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। এসময় মোটরসাইকেল চালক মোঃ আজিম হোসেন(২৬) মোটরসাইকেল চালাইয়া দ্রুত পালিয়ে যায়। ধাওয়া করা যুবককে আটক করলে তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মণিরামপুর থানা অফিসার ইনর্চাজ শেখ মনিরুজ্জামান জানান, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার ও সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল জনাব আশেক সুজা মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক।
গতকাল (নভেম্বর) শনিবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে মনিরামপুর-থানাধীন জলকর রোহিতা পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় ২ কেজি গাঁজাসহ মোঃ সজিব শেখ কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
আজ (২৭নভেম্বর) রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মণিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনপ্রকার ছাড় দেওয়া হবে না।