বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পালিত হয়েছে বিশ^ খাদ্য দিবস ২০২২।গতকাল (১৬ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রোমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দিবসটি এবারের প্রতিপাদ্য ছিলো,”কাউকে পশ্চাতে রেখে নয়।
ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা’র সঞ্চালনায় অনুষ্ঠানে খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাথেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। বক্তরা বলেন, বিশ্বে বাংলাদেশ এখন ইলিশ মাছ উৎপাদনে প্রথম, অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন এবং ধান উৎপাদন ও শাকসব্জি উৎপাদনে তৃতীয়, চা উৎপাদনে চতুর্থ, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে।