বাংলাদেশ প্রতিদিন খবর
- বুধবার ১২ অক্টোবর, ২০২২ / ১১২ জন দেখেছে
এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯ ফোন পেয়ে মীরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মওদুদ আহমেদ মধুর বাড়ির সামনে থেকে এই ওয়ান সুটার গান উদ্ধার করা হয়।জানা যায়,উপজেলার মীরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মওদুদ আহমেদ মধু তার বাড়ির সামনে ইট ট্র্যাক দিয়ে রাখা হয়েছে ।
এই ট্র্যাক দেয়া ইটের মধ্যে বাট ও ব্যারেলযুক্ত ১৫ ইঞ্চি একটি ওয়ান সাটার গান দেখতে পায় সে পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেন তিনি খবর পেয়ে বাঘা থানার পুলিশ সেখানে গিয়ে এটি উদ্ধার করে ।
এ বিষয়ে মওদুদ আহমেদ মধু রাত ১১ টা ২৩ মিনিটে তার ফেসবুক লাইফে প্রচার করে হিরোইন ব্যবসায়ী রুবেল মোল্লা,পলাশ মোল্লা, বুলবুল মোল্লাকে অবৈধ এই ব্যবসা করতে নিষেধ করা হয়।এ কারনে তারা ক্ষুব্ধ হয়ে আমার বাড়ীতে হামলা করে এবং বাড়িঘর ভাংচুর করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ওয়ান সুটার গান ফেলে তারা পালিয়ে যায় ।
এ বিষয়ে পলাশ মোল্লা বলেন,তিনদিন আগে আমরা পিকনিক করছিলাম। এ সময় কোন কারণ ছাড়াই গালিগালাজ করে মওদুদ আহমেদ মধু এ নিয়ে আমাদের ফাঁসানোর জন্য এ ধরনের কাজ করা হয়েছে । তবে উদ্ধারকৃত ওয়ান সুটার গান হাতের ছাপ নিয়ে পরীক্ষা করলে আসল রহস্য জানা যাবে বলে আমি মনে করি।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আবদুল করিম জানান,৯৯৯ থেকে ফোন পেয়ে মীরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মওদুদ আহমেদ মধুর বাড়ির সামনে ইটের ভেতর থেকে একটি ওয়ান সাটার গান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।