বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৌর এলাকায় বিভিন্ন মার্কেটের সামনে ফুপপাটে অবৈধভাবে পাকিংকরা যানবাহন ও ব্যবসা প্রতিষ্টানের রাখা মালামাল উচ্ছেদ করতে অভিযানে নামে ট্রাফিক বিভাগ ও শ্রীমঙ্গল পৌর প্রশাসন।
আজ (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর এলাকার কলেজ সড়ক, স্টেশন সড়ক,মৌলভীবাহার সড়ক ও হবিগঞ্জ সড়কে যত্রতত্র পাকিং করে রাখা মোটরসাইকেল, সিএনজি, বিভিন্ন প্রাইভেট গাড়ি ও ব্যবসা প্রতিষ্টানের সাইন বোর্ড রেখে সড়কে প্রতিব্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক বিভাগ ও পৌর প্রশাসন।
এসময় ফুটপাত দখল করে কয়েকটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ছাড়াও ফুপপাতে মালামাল না রাখতে প্রতিষ্টান ও বিভিন্ন প্রাইভেট গাড়ির চালকদের সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক ইনস্পেক্টর অমিতাভ শেখর চৌধুরী, তপন তালুকদার ও শ্রীমঙ্গল পৌরসভা কতৃপক্ষ।
ট্রাফিক ইনস্পেক্টর অমিতাব শেখর জানান, অবৈধভাবে পার্কিং করে রাখা ৭টি মোটরসাইকেল ও ৪ টি সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এসব যানবাহনের মালিকদের বিরুদ্ধে ট্রাফিক আইনের বিভিন্ন আইনের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যানজট নিরসন, অবৈধ পার্কিং রোধকল্পে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টিরলক্ষে ও জনগণকে অবহিতকরণের অংশ হিসেবে এমন অভিযান অব্যহত থাকবে।