বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত। আজ (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপনের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, যুগ্ম পরিচালক, এনএসআই, অধিনায়ক, ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।