শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
সম্প্রতি মৌলভীবাজার জেলার শমশেরনগরের ফাড়ি কানিহাটি চা বাগানের চা এক সংগ্রামী মায়ের সন্তান সন্তোষ রবিদাস অঞ্জনের এক আবেগঘন পোস্ট দেখে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তার অর্থ ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্মেন্টে অধ্যায়নরত মেধাবী ছাত্র সন্তোষ রবিদাসের হাতে তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশসাক মীর নাহিদ আহসান। এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সন্তোষ রবিদাসকে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীণ শিক্ষকতা করার প্রস্তাব দেন। চাকরির প্রস্তাবটি মায়ের সাথে কথা বলে জানাবেন বলে জানান সন্তোষ রবিদাস।
এছাড়াও আবুল খায়েরর গ্রুপসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয় সন্তোষ রবিদাসকে। জেলা প্রশাসকের কার্যালয়ে সন্তোষ রবিদাসের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দেওয়া এক রক্ষ টাকার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন , মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পান্না দত্ত, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সন্তোষ রবিদাসের মতো সকল সুবিধাবঞ্চিত কৃতি শিক্ষার্থীদের পাশে থাকবে সর্বদা মৌলভীবাজার জেলা প্রশাসন থাকবে।