বাংলাদেশ প্রতিদিন খবর
- শুক্রবার ১৯ আগস্ট, ২০২২ / ৯৪ জন দেখেছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ আগস্ট) উপজেলার কলিঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির লাখাইছড়া চা বাগানের উড়িষ্যা টিলায় টিলা ধসে মাটিচাপায় ৪ নারী শ্রমিক মারা যান।নিহতরা হলেন, চা শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) এবং শকুন্তলা ভূমিজ (৪০)।
কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, সকালে ৪ নারী শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে যায়। তারা টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় টিলা ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালকদার জানান, মাট চাপায় ৪ নারী মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ঘটনাস্থল পরিদর্শন করেন।