বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আব্দুস সালাম মূর্শেদী এমপি। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন সোমবার দিবাগত রাতে আজ (২ আগস্ট) মঙ্গলবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় খুলানা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১২ই জুন রবিবার সন্ধ্যায় বারাকপুর নিজ বাড়িতে ফেরার পথে বোয়ালিয়ারচরে দুর্বৃত্তের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হন।
পরে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার ‘জাতীয় অর্থোপেডিক হাসপাতাল আনা হয়। সেখানে তার দুই পা ও একটি হাতের সফল অস্ত্রপোচার করা হয় । পরবর্তীতে তার কিডনিজনিত সমস্যা দেখা দিলে ১৪ জুলাই, বৃহস্পতিবার সালাম মূর্শেদী এমপি তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করেন এবং ২১ জুলাই বৃহস্পতিবার তার কিডনি ডায়ালাইসিস সফলভাবে সম্পন্ন হয়।গতকাল (১ আগস্ট) সোমবার তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।