বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে।গতকাল (২৫ জুলাই) সোমবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো: নাঈমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে রিংকু দে (৩৬) নামের এক মাদক কারবারিকে ৭৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রিংকু দে কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিখিল বিহারী দে এর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।