বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা, র্যালী ও জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ (২৪ জুলাই) রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের হল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো, আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মো. ফারাজু কবিরের সঞ্চলনায় আলোচনা সভায় কিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লালরায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, ভুনবীর চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার , সদও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়া, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ।
আলোচনা সভা শেষে র্যালী ও জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছের প্রজন্ন বাড়াতে শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মনুচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।