রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নরসিংদীর রায়পুরায় কবির মিয়ার বাড়ীঘর ভাংচুর ও সন্ত্রাসী হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। আজ রবিবার সকাল ১০টায় নরসিংদীর রায়পুরা উপজেলা অলিপুরা ইউনিয়নের ব্রা²নবধুয়া গ্রামের কবির মিয়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত কবির মিয়াসহ ভুক্তভোগীরা জানান, একই গ্রামের বিনু মিয়ার সাথে র্দীঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এ ঘটনায় একাধিকবার সামাজিক দেনদরবার হয়। বিনু মিয়ার গংরা স্থানীয় দরবারীদের দরবার অমান্য করে আমাদের উপর অত্যচার নির্যাতন চালিয়ে আসছে। গত ২১ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিরোধ জের ধরে পুর্বপরিকল্পিতভাবে বিনু মিয়া তার স্ত্রী বিলকিস বেগম তার দুই ছেলে রাব্বি মিয়া ও সাব্বির মিয়া অর্তকিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ীঘরে ভাংচুর করে এবং আমাকে ও আমার স্ত্রী নাসরিন ও আমার দুই বোন মর্জিনা বেগম ও হেলেনা বেগমকে গুরুত্বর আহত করেন। সন্ত্রাসী হামলা চালিয়ে ক্ষেন্ত হয়নি তারা আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। যে কোন সময় তারা আমাকে সহ আমার পরিবারের উপর হামলা করতে পারে।
আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বাড়ীঘর ভাংচুর ও সন্ত্রাসী হামলাকারীদের দ্রæত শাস্তি দাবী করছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগি কবির মিয়া, মো: নান্নু মিয়া,সাইফুল ইসলাম,হুমায়ন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।