শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
২০২১-২২ অর্থবছরে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে প্রায় ৪৬৬.৪০ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি করা হয়েছে যার আর্থিক মূল্য ছিল ৮ কোটি ৪৮ লক্ষ টাকা।দেশে মাছ উৎপাদন বৃদ্ধি ও জনগনকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতী মৎস্য সপ্তাহ। এই আয়োজন চলবে আগামী ৭দিন ব্যাপী। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
আজ (২৩ জুলাই) শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।জেলা মৎস্য মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা বলেন মাছ উৎপাদন বৃদ্ধিতে পৃথিবীর অন্যতম ৪ টি দেশের একটি বাংলাদেশ । সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পুর্নতা অর্জন করেছে। মৎস্যজাত উৎস থেকে প্রানীজ আমিষের চাহিদা পুরন, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিগত ২০২১-২২ অর্থবছরে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে প্রায় ৪৬৬.৪০ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি করা হয়েছে যার আর্থিক মূল্য ছিল ৮ কোটি ৪৮ লক্ষ টাকা।সাংবাদিকদের প্রশ্নোত্তরে জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা বলেন, জেলার হাওরাঞ্চলের বিলগুলোতে যাতে অবাধে মা ও পোনা শিকার করতে না পারে সেজন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
যাতে অবৈধ জাল ব্যবহার করে পোনা মাছ না ধরতে পারে সে ব্যাপার পদক্ষেপ নেয়া হয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের ক্ষতিপূরণের জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন মাছের নিরাপদ বংশবিস্তারের লক্ষে বছরের একটি নির্দিষ্ট সময় বিলে মাছ ধরা নিষিদ্ধ করা হবে এবং প্রান্তিক জেলেরা যাতে জীবিকার উৎস হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকেও আর্থিকভাবে সহযোগিতা করা হবে।এ বছর মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে জেলা মৎস্য সম্পদ অধিদপ্তর ৭ দিন ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে।