শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করায় বিজয় খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল (২২ জুলাই) শুক্রবার রাতে ইউএনও অফিসের জারীকারক মো. চাঁন মামুদ টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা সূত্রে পুলিশ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের রকমত আলীর ছেলে বিজয় খানকে মির্জাপুর থেকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, ইশরাত জাহান সিনথিয়া নামে ফেসবুক আইডি তৈরি করে তাতে সদর উপজেলার নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে প্রতারক বিজয় খান আইডিটি ব্যবহার করছিল।ফেসবুকের তালিকায় উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ দাবি ও আদায় করছিলেন।
এ বিষয়টি ইউএনও জানতে পেরে নিজস্ব ফেসবুক আইডিতে তার নাম ব্যবহারকারী কারও সাথে অবৈধ অর্থ লেনদেন করতে নিষেধ করে পোষ্ট করেন।একপর্যায়ে ইশরাত জাহান সিনথিয়া নামীয় ফেসবুক আইডির বন্ধু তালিকায় থাকা কয়েক জনের কাছে টাকা দাবি করেন ওই প্রতারক যুবক। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ইউএনও রানুয়ারা খাতুন জানান, তার ছবি ব্যবহার করে তৈরি আইডি থেকে চাকুরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের বিষয়টি তিনি জানতে পারেন।এ সময় তার ব্যক্তিগত ও অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে সতর্কতা মূলক পোষ্ট দেন। পরে সদর থানা পুলিশ তাকে মির্জাপুর থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার এসআই সুবল চন্দ্র পাল জানান, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জারীকারক মো. চাঁন মামুদ বাদী হয়ে বিজয় খানের নামে মামলা দায়ের করেন।এ ঘটনায় ওই প্রতারককে শুক্রবার রাতেই মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান।