রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
টাঙ্গাইলে অবৈধভাবে অ্যাসিড বিক্রির অপরাধে তিন জনকে তিন বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের আজ (১৯ জুলাই) মঙ্গলবার দুপুরে এই রায় দেন। রায়ে দন্ডিত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
দন্ডিতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথৈর গ্রামের আনন্দ দত্তের ছেলে অনন্ত দত্ত, হেলাল উদ্দিনের ছেলে আব্দুল লতিফ এবং করটিয়া ইউনিয়নের নগরজলফৈ গ্রামের কাদের মিয়ার ছেলে চান মিয়া।
টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১৮ সালের আজ (১৯ জুলাই) মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি টহল দল শহরের ছয়আনী বাজার এলাকার অনামিকা জুয়েলার্সের সামনে থেকে ৩৫ কেজি নাইট্রিক অ্যাসিডসহ দন্ডিত তিনজনকে আটক করে। তারা সেখানে অবৈধভাবে অ্যাসিড বিক্রি করছিলেন।
আটকের পর তারা অ্যাসিড বিক্রির বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে র্যাবের উপসহকারি পরিচালক মো. নাজিম উদ্দিন বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ২০১৮ সালের ২০ অক্টোবর ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১১ জনকে স্বাক্ষী করা হয়। রায় ঘোষণার পর তিনজনকেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।