বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
বন আইন লঙ্ঘন করে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে জেনারেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতার ভাল্ব জ্বালিয়ে শুটিং করার অপরাধে প্রাণ কোম্পানির প্রডাকশন হাউজের লাইন প্রডিউসার এবিএম রিন্টুকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
গতকাল (১৭ জুলাই) রবিবার বিকালে মৌলভীবাজার বন আদলতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো: সাইফুর রহমান তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী জানান, গত ৮ জুন প্রাণ প্রডাকসন হাউজের এনার্জি ড্রিংকসের একটি বিজ্ঞাপন নির্মাণের জন্য ওই কোম্পানী বনের আইন ভেঙ্গে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আগুন জ্বালিয়ে ধোয়া সৃষ্টি করে এবং বড় বড় দুটি জেনারেটর চালিয়ে বনের ভেতর আলোকিত করে শুটিং কার্যক্রম চালায়।