শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।আজ (১৭ জুলাই) শনিবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে ইয়াবাসহ মাদক কারবারি শেখ নজরুল ইসলামকে আটক করে। এসময় আটককৃতের কাছ থেকে ৩০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি শেখ নজরুল ইসলাম কুলাউড়া থানার সুলতানপুর গ্রামের মৃত শেখ আইন উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আটককৃত শেখ নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।