শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কুলাউড়া থানা প্রশাসন। গতকাল (৭ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া থানা প্রশাসনের আয়োজনে সংর্বধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাউসার দস্তগীর।
অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের সভাপতিত্বে অনুষ্টানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামসহ কুলাউড়া থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী কুলাউড়ার উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় কুলাউড়া থানা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এবং কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুনামগঞ্জ এটিএম ফরহাদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।