রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
এসময় তিনি বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের নির্দেশনায় ও ঢাকা রেঞ্জর উপ মহাপরিচালকের তত্বাবধানে এ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে এ বাহিনীর জেলা, উপজেলা,ক্লাব-সমিতির নিজস্ব প্রাঙ্গনে ২৪০টি গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে রয়েছে আমড়া,জামরুল, কদবেল, জলপাই, সফেদা, আম, পিয়ারা, আমলকি, নিম, অর্জুন ও হরতকিসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন ও সদর উপজেলার কর্মকর্তা মরিয়ম আক্তার।