বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
রাজশাহীর তানোরে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জানা গেছে উপজেলা পরিষদ হলঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনপ্রমুখ এদিন সাংবাদিক, ইমাম ও শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ২০ জন উপকার ভোগীর মাঝে অনুদানের চেক প্রদান