রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় দেশীয় বন্দুক, কার্তুজ, ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের উপঅধিনায়ক মো. তানভীর হাসান।
গ্রেফতার মাদক কারবারির মূলহোতা বদি আলম প্রকাশ বদাইয়ার (৩৬) এর বিরুদ্ধে ১১টি, তার সহযোগী আব্দুর রহমান (২৩) এর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এছাড়া, গ্রেফতার মো. দেলোয়ার হোসেন ভেটো (৩২) ও মো. ইউসুফ মিয়া (৩৭) এর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।