বাংলাদেশ প্রতিদিন খবর
- মঙ্গলবার ২৮ জুন, ২০২২ / ৮৪ জন দেখেছে
মঙ্গলবার (২৮ জুন) সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সুজানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক সাংসদ আহমেদ তফিজ উদ্দিন মাষ্টারের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আঃ ওহাব।
অনুষ্ঠান সঞ্চালনায়ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুজ্জামান শাহিন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম শাজাহান সাবেক সহসভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখা ও চেয়ারম্যান দুলাই মডেল ইউনিয়ন পরিষদ মোঃ আঃ মতিন মৃধা,সাবেক সহসভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখা ও চেয়ারম্যান তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদ। মোঃ রেজাউল করিম রেজা সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র সুজানগর পৌর সভা। মোঃ সাঈদুর রহমান সাঈদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখা।
এ ছারাও আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আহমেদ তফিজ উদ্দিন মাষ্টার ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি । তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ১৯৭০,১৯৭৩ ও১৯৯৬ সালে পাবনা ০২ নির্বচনি এলাকার সাবেক সাংসদ ও সুজানগর উপজেলা পরিষদের ১ম নির্বাচিত চেয়ারম্যান। তিনি পরবর্তীতেও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।১৯৯৮ সালের আজকের এই দিনে সাংসদ থাকা অবস্থায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
আজ সুজানগর উপজেলায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন যথাযোগ্য মর্যাদায় মুক্তি যুদ্ধের অন্যতম এই সংগঠকের মৃত্যু বার্ষিকী পালন করেন।