বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা হাইওয়ে থানার সামনে বাসের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান ডিজু নিহত হয়েছে।
আজ (২৬ জুন) রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কাসেমের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহসান জানানে, আশিকুর সকালে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে পৌঁছালে রংপুর থেকে আসা একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে আশিকুর গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন এবং বাসটিকে আটক করেছে।