বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ জুন) রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ, কৃষি উপকরণ, যন্ত্রপাতি প্রভৃতির প্রদর্শনীতে সতেরটি স্টল রয়োছে। বুধবার (২২ জুন) থেকে শুক্রবার (২৪ জুন) পর্যন্ত এ মেলার প্রদর্শনী চলবে।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার, কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, মৎস্য অফিসার আদম মালিক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং ই-পেপার সাংবাদিকবৃন্দ।
মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষি দল-উপদল কে গাছের চারা উপহার দেওয়া হয়।