বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে ট্রেন দুর্ঘটনায় এক জনের মৃত্যর খবর জানা গেছে।
শনিবার ( ১৮ জুন) সকাল ৭ টা ৩০ মিনিটে সোনরায় ইউনিয়নের বড়গাছা গ্রামের লাইন পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি ওই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে লিখন চন্দ্র রায় (১১)। সে ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান চিলাহাটি হতে ছেড়ে আসা নীলফামারী গামী রকেট মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আরো জানায় লাইন পাড়া মন্দিরে তিনদিন ব্যাপী শুরু হওয়া নাম সংঙ্কীর্তনের শনিবার সকালে সমাপ্তি ঘটে এ কারনে আশপাশের বাড়ির অনেকে ঠিক ভাবে ঘুমোতে পারেনী এ কারনে লিখন চন্দ্র রায় রেল লাইনের ধারে বসে থাকতে থাকতে ঘুমে পড়ে এতেই ঘটে বিপত্তি। এলাকায় আনন্দের পরিবেশ এখন বিষাদে পরিণত হয়েছে।
এ বিষয়ে কথা হলে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী মৃত্যুর খবর টি নিশ্চিত করেন।