বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামের উলিপুর আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মাওলানা শফিকুল ইসলাম।তিনি এর পূর্বে পাঁচপীর আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
যোগদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মজিবুল আহসান রাজুর সভাপতিত্বে মাদ্রাসার চতুর্থ তলার নতুন ভবনে অনুষ্ঠিত হয়।নব যোগদান কৃত অধ্যক্ষ মাওঃ শফিকুল ইসলাম বলেন, মাদ্রাসাটি তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।তিনি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকসহ এলাকার সচেতন মহলের সহায়তা কামনা করেন।
এসময় সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার(এমএ) অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, হাতিয়া এতিমখানা আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান, সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মাওলানা মমতাজুল হাসান করিমী, উলিপুর মেধাবিকাশ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম ও স্হানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।