শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
বসুন্ধরা কিংস না থাকায় ফেডারেশন কাপ ফুটবলে আবাহনীর সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী ধরা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
এই দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ায় এই ম্যাচটিকে মনে করা হয়েছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বাস্তবে হলো তার উল্টো। মাঠে শেখ জামালকে কোনো পাত্তাই দেয়নি আবাহনী।
আজ (৩ জানুয়ারি) সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতে আবাহনী পৌঁছে গেছে সেমিফাইনালে।
সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল বিদায় নিলো কোয়ার্টার ফাইনাল থেকে। ফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।
আবাহনীর জোড়া গোল করেছেন ডরিয়েলটন গোমেজ ও নাবিব নেওয়াজ জীবন। বাকি দুই গোল করেছেন কলিন্দ্রেস ও রাফায়েল।
ম্যাচের ২২ মিনিটে কলিন্দ্রেসেরে ফ্রি কিক থেকে বল পেয়ে দারুণ এক গোল করে আবাহনীকে এগিয়ে দেন ডরিয়েলটন। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭০ মিনিটে কলিন্দ্রেসের ফ্রি কিক সরাসরি আশ্রয় নেয় জামালের জালে, আবাহনী এগিয়ে যায় ৪-০ গোলে।
তার আগে ব্যবধান ৩-০ করেছিলেন রাফায়েল। পরে বদলি হিসেবে নেমে নাবিব নেওয়াজ জীবন দুটি গোল করেছেন ৮১ ও ৯০ মিনিটে।