বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
জয়পুরহাটে পাঁচ শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ (২ জানুয়ারি) রবিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হক্কানি, ইউনিটের যুব প্রধান তারেক দেওয়ান উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।