বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল (৩০ মে) সোমবার নরসিংদীর রায়পুরা তুলাতুলিতে উপজেলা বি এন পির সহ সভাপতি হাজী হজরত আলী ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বি এন পির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সহ সভাপতি এ এম ফকরুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বি এন পির সদস্য শাজাত হোসেন ভূইয়া বাবুল, পৌর বি এন পির সহ সভাপতি কাউন্সিলর আহসানউল্লা খাঁন,পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক কাজি আসাদউর রহমান মিলন, উপজেলা যুবদলের আহবায়ক আলফজ উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভূইয়া আলতাফ,উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহম্মেদ চৌধুরী মানিক, পৌর যুবদলের আহবায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব এস এম সুমন নেওয়াজ, জেলা ছাত্রদলের সদস্য সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সৌরভ ইসলাম হিমেল, সদস্য সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম মৃত্যুবার্ষিকী সোমবার (৩০মে)। বিএনপি নেতাকর্মীদের জন্য দিনটি অত্যন্ত শোকাবহ একটি দিন।১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, অঙ্গসংগঠন এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন। প্রাণপ্রিয় নেতাকে শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুশিক্ত নয়নে স্মরণ করবেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন, কোরআন খানি, দোয়া ও মোনাজাত, রাজধানী ঢাকাসহ সারাদেশে খাদ্য সামগ্রী বিতরণ, ভার্চ্যুয়াল আলোচনা সভা, কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।