বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকায় সিকদার বাড়ী সংলগ্নে মনিরুজ্জামান লিটন নামের এক তরুন উদ্দোক্তা ২০১৬ সালে জীবনের সব সময় ও লোন উত্তলোন করে গড়ে তুলেন হাওলাদার এর্গো ফার্ম নামের একটি গরুর খামার।
নিজের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরিকরনের লক্ষে কয়েক লক্ষ টাকা ব্যায় করে ৩টি সেড বিশিষ্ট এই খামারটি গড়ে তুলেন তিনি যাহার রেজিস্ট্রেশন নং-ঝাল-সিডি ১৮৫ (প্রাণি সম্পদ দপ্তর)। গত (২৭ মে) শুক্রবার দুপুরে ঝড়ে প্রতিবেশীর বাগানের গাছ পড়ে ফার্মের বড় দুইটি সেড গুড়িয়ে যায় এবং দুইটি ফ্রিজিয়ান জাতের গরু আহত হয়।
সেড দুটি গুড়িয়ে যাওয়ায় পাগল প্রায় ঐ খামারী, যেনো জীবনের সব স য়ই হারিয়ে ফেলেছেন তিনি। সেড দুইটি গুড়িয়ে যাওয়ায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী খামারী মনিরুজ্জামান লিটন।
ভুক্তভোগী খামারী মনিরুজ্জামান লিটন অভিযোগ করে বলেন,আমার ফার্মের পাশেই মরুহুম এনায়েত হোসেন মাওলানার বাড়ী। এনায়েত হোসেন মাওলানার মৃত্যুর পর তার তিন ভাই হুমায়ন কবির,ওলি ও হাবিবুর রহমান সজলঐ বাড়ীতে থাকেন ও দেখাশুনা করে।
আমার ফার্মের পার্শবর্তী তার সিমানার বড় বড় গাছ গুলো বার বার কাটতে বললেও তারা তা আমলে নেয়নি তারা। তাদের খেয়ালমাফিক আচরনের কারনে আজ আমার জীবনের সব স য়টুকু প্রায় শেষের পথে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে মনিরুজ্জামান লিটন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।