বাংলাদেশ প্রতিদিন খবর
- শুক্রবার ৬ মে, ২০২২ / ২২৬ জন দেখেছে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সির্ভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান, বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইলের সভানেত্রী আয়েশা আক্তার।
এরপর আমন্ত্রিত অতিথিগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সম্মিলিত প্রচেষ্টার ফলে ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্য জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দ’সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।