বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। সকালে যানবাহন ও যাত্রীর চাপ না থাকলেও দুপুরের পর থেকে বৈরী আবহাওয়ার মধ্যে তা ব্যাপক হারে বেড়েছে। অতিরিক্ত ভাড়ায়ও যানবাহন না পেয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে হাজার হাজার যাত্রীকে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যেতে দেখা গেছে। তাছাড়া রয়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপও। যানবাহনের চাপে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে সল্লা পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
যাত্রীরা জানান, স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়ায়ও গাড়ি পাচ্ছে না যাত্রীরা। ঠেলাঠেলি করে ট্রাক ও খোলা পিকআপে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। তবে নারী ও শিশু যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।
এলেঙ্গা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, সকালে যানবাহন ও যাত্রীর চাপ না থাকলেও দুপুরের পর থেকে তা বেড়েছে। এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি ও ধীর গতি রয়েছে। তবে কোথাও যানজট নেই।