বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
রাজশাহী তানোর গোদাগাড়ী উপজেলাসহ সারা দেশের দলমত নির্বিশেষে সব শ্রেণী – পেশার মানুষকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী -১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ।
এমপি ফারুক চৌধুরী তার বাণীতে বলেন , ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে ।
তাই ঈদ – উল – ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা , বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায় , সাম্য , ঐক্য , দ্রাতৃত্ব দয়া সহানুভূতি , মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুসলমানদের এমপি ফারুক চৌধুরী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ।
তিনি বাণীতে আরো বলেন , ধর্ম যার যার উৎসব সবার , তাই ঈদ আনন্দ সবাইকে সমানভাবে ভাগাভাগী করে নিতে হবে।
তিনি বাণীতে আরো বলেন , ধর্ম যার যার উৎসব সবার , তাই ঈদ আনন্দ সবাইকে সমানভাবে ভাগাভাগী করে নিতে হবে ।
যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ ।
ধনী – গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে৷ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস ।
আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমার আশা ও প্রত্যাশা । পরিশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।