শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনশীল রাখার জন্য নড়াইলে বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিকার অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এর অভিযান পরিচালিত হয়েছে।
আজ (২৫ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক প্রনব কুমার প্রয়ামানিক এর নেতৃত্বে এর অভিযান পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় রুপগঞ্জ বাজারে ২ জন কসমেটিক ব্যবসায়িকে মেয়াদ উত্তীর্ন ও পন্যের গায়ে মূল্য না থাকা কসমেটিক বিক্রি ও ১ জন তরমুজ ব্যবসায়িকে ওজনে তরমুজ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ জন ব্যবসায়িকে ২ হাজার টাকা এবং ১ জন মোটর সাইকেল চালককে হেলমেট না থাকার অপরাধে মোটরযান নিয়ন্ত্রন আইনে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ব্যাপারে ৪ টি মামলা দায়ের করা হয়।