শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিন বারের সাবেক মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেন এর ১ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ মার্চ) রবিবার সকালে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনারা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন-সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন-মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, জাতীয় পুরষ্কার প্রাপ্ত খেলোয়াড় ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য খুরশিদ আলম বাবুল, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক মিয়া, প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলাম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন সহ শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বরেণ্য রাজনীতিবিদ শেখ কামাল হোসেন তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।